Wednesday, January 29, 2020

চিকিৎসায় ট্যারা চোখ ঠিক করা যায়

চিকিৎসায় ট্যারা চোখ ঠিক করা যায়
ট্যারা চোখ একধরনের দৃষ্টিত্রুটি। চোখ ডানে-বামে বা ওপর-নিচে ট্যারা হতে পারে। অনেক সময় এমনিতে সমস্যাটা বোঝা যায় না, কিন্তু কোনো একদিকে তাকালে স্পষ্ট হয়। এ সমস্যার ধরন অনুযায়ী বিভিন্ন চিকিৎসা হয়ে থাকে। সঠিক চিকিৎসায় ট্যারা চোখ পুরোপুরি ঠিক হয়ে যায়। তবে যত কম বয়সে এই চিকিৎসা শুরু করা যায়, ততই মঙ্গল। তাই শিশুর মা-বাবা ও অভিভাবকদের সচেতনতা জরুরি।

No comments:

Post a Comment