আফগানিস্তান প্রাচীনকাল থেকেই এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত। বহু প্রাচীন বাণিজ্য ও বহিরাক্রমণ এই দেশের মধ্য দিয়েই সংঘটিত হয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে বহু লোক আফগানিস্তানের ভেতর দিয়ে চলাচল করেছেন এবং এদের মধ্যে কেউ কেউ এখানে বসতি স্থাপন করেছেন। দেশটির বর্তমান জাতিগত ও ভাষাগত বৈচিত্র্য এই ইতিহাসের সাক্ষ্য দেয়। আফগানিস্তানে বসবাসরত সবচেয়ে বড় জনগোষ্ঠী হল পশতু জাতি। এরা আগে আফগান নামেও পরিচিত ছিল। তবে বর্তমানে আফগান বলতে কেবল পশতু নয়, বরং জাতি নির্বিশেষে রাষ্ট্রের সকল নাগরিককেই বোঝায়।
রাজধানী | কাবুল |
---|---|
বৃহত্তম নগরী | রাজধানী |
সরকারি ভাষা | পশতু, দারি (ফার্সি) |
সরকার | ইসলামী প্রজাতন্ত্র |
আশরাফ গনি | |
আমরুল্লাহ সালেহ | |
সারওয়ার ড্যানিশ | |
স্বাধীনতা যুক্তরাজ্য থেকে | |
• ঘোষিত | আগস্ট ৮, ১৯১৯ |
• স্বীকৃত | আগস্ট ১৯, ১৯১ |
https://youtu.be/76D2pIz0A7U
No comments:
Post a Comment