আর্মেনিয়ার প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল খ্রিস্টপূর্ব ৮০০ অব্দে, উরার্তু বা ভান রাজ্যের অংশ হিসেবে। রাজ্যটি ককেসাস অঞ্চল ও পূর্ব এশিয়া মাইনর এলাকাতে ৬০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সমৃদ্ধি লাভ করেছিল। সেলেউসিদ সাম্রাজ্যের ধ্বংসের পর ১৯০ খ্রিস্টপূর্বাব্দে প্রথম আর্মেনীয় রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়। ৯৫ থেকে ৬৫ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই নবগঠিত রাষ্ট্রের চরম উৎকর্ষের সময়। এসময় আর্মেনিয়া সমগ্র ককেসাস অঞ্চল তো বটেই, এরও বাইরে বর্তমান পূর্ব তুরস্ক, সিরিয়া এবং লেবানন পর্যন্ত সীমানা বিস্তার করে। কিছু সময়ের জন্য আর্মেনিয়া ছিল রোমান পূর্বাঞ্চলের সবচেয়ে শক্তিশালী রাজ্য। ৬৪ খ্রিস্টপূর্বাব্দে এটি রোমান সাম্রাজ্যের অংশে পরিণত হয় এবং রাজনৈতিক, দার্শনিক ও ধর্মীয়ভাবে পশ্চিমা দৃষ্টিভঙ্গি অণুসরণ করা শুরু করে।
৩০১ খ্রিষ্টাব্দে আর্মেনিয়া ইতিহাসের প্রথম রাষ্ট্র হিসেবে খ্রিস্টধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে গ্রহণ করে এবং আর্মেনীয় গির্জাব্যবস্থার পত্তন করে। আজও আর্মেনীয় গির্জা রোমান ক্যাথলিক গির্জাব্যবস্থা এবং পূর্ব অর্থডক্স গির্জাব্যবস্থা অপেক্ষা স্বাধীন একটি গির্জাব্যবস্থা হিসেবে বিদ্যমান। পরবর্তীতে আর্মেনিয়ার রাজনৈতিক সংকটের সময় এই গির্জা আর্মেনিয়ার অদ্বিতীয় জাতীয় সত্তা সংরক্ষণে সাহায্য করে। আনুমানিক ১১০০ থেকে ১৩৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত আর্মেনীয় জাতীয়তাবাদের কেন্দ্র দেশের দক্ষিণদিকে সরে যায়। এসময় আর্মেনীয় সিলিসিয়া রাজ্য ইউরোপীয় ক্রুসেডার রাজ্যগুলির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে এবং দক্ষিণ-পূর্ব এশিয়া মাইনর এলাকাতে সমৃদ্ধি অর্জন করে, যদিও রাজ্যটি শেষ পর্যন্ত মুসলমানদের করায়ত্ত হয়।৪র্থ থেকে ১৯শ শতক পর্যন্ত আর্মেনিয়া বিভিন্ন বড় শক্তির শাসনাধীনে আসে। এদের মধ্যে পারসিক, বাইজেন্টীয়, আরব, মোঙ্গল এবং তুর্কি জাতি উল্লেখযোগ্য।
১৯১৫ সালে সংঘটিত আর্মেনিয় গণহত্যা দেশটির এক উল্লেখযোগ্য কালো অধ্যায়।
১৯১৮ থেকে ১৯২০ সাল পর্যন্ত ক্ষুদ্র সময়ের জন্য এটি একটি স্বাধীন প্রজাতন্ত্র ছিল। ১৯২০ সালে স্থানীয় সাম্যবাদীরা ক্ষমতায় আসে এবং সোভিয়েত সেনাবাহিনী দেশটি দখল করে। ১৯২২ সালে আর্মেনিয়া আন্তঃককেশীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের অংশে পরিণত হয়। ১৯৩৬ সালে এটি আর্মেনীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। ১৯৯১ সালের ২১শে সেপ্টেম্বর আর্মেনিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে।
রাজধানী | ইয়েরেভান1 ![]() |
---|---|
বৃহত্তম নগরী | ইয়েরেভান |
সরকারি ভাষা | আর্মেনীয় ভাষা[১] |
সরকার | প্রজাতন্ত্র |
• রাষ্ট্রপতি | আর্মেন সার্কিসান |
• প্রধানমন্ত্রী | নিকোল পাশিনিয়ান |
স্বাধীনতা সোভিয়েত ইউনিয়ন থেকে | |
• ঘোষিত | ২৩শে অগষ্ট ১৯৯০ |
• স্বীকৃত | ২১শ সেপ্টেম্বর ১৯৯১ |
• চূড়ান্ত | ২৫শ ডিসেম্বর ১৯৯১ |
• আর্মেনীয[২] জাতির ঐতিহ্যবাহী স্থাপিত তারিখ | ১১ই অগষ্ট ২৪৯২ খ্রীষ্টপূর্বাব্দ |
• উরারতু রাজ্যের প্রতিষ্ঠান | ১০০০ খ্রীষ্টপূর্বাব্দ |
• আর্মেনিয়ার রাজ্যের গঠন | ৬০০ খ্রীষ্টপূর্বাব্দ |
• সরকারিভাবে খ্রিষ্ট ধর্মের গ্রহণ | ৩০১ AD |
• আর্মেনিয়ার গনতন্ত্রী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠান | ২৮শে মে, ১৯১৮ |
আয়তন | |
• মোট | ২৯,৮০০ কিমি২ (১১,৫০০ মা২) (১৪২তম) |
• পানি/জল (%) | ৪.৭১[৩] |
জনসংখ্যা | |
• 2011 আদমশুমারি | ![]() |
• ঘনত্ব | ১০১.৫ /কিমি২ (২৬২.৯ /বর্গমাইল) (99th) |
জিডিপি (পিপিপি) | 2017 আনুমানিক |
• মোট | $28,282 billion[৬] |
• মাথাপিছু | $9,456[৬] (১৩০তম) |
জিনি (2013) | 31.5[৭] মাধ্যম |
এইচডিআই (2015) | ![]() উচ্চ · 84th |
মুদ্রা | দ্রাম (AMD) |
সময় অঞ্চল | ইউটিসি+৪ (UTC) |
• গ্রীষ্মকালীন (ডিএসটি) | ইউটিসি+৫ (DST) |
কলিং কোড | ৩৭৪ |
আইএসও ৩১৬৬ কোড | AM |
ইন্টারনেট টিএলডি | .am |
No comments:
Post a Comment